প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক যুবক কারাগারে

পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক যুবককে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনদুপুরে ১৫ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এসময় হাতেনাতে পারভেজ আলম (২১) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সে একই এলাকার আবদুল আলম প্রকাশ আলমের পুত্র। গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কেলিশহর ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘরে এ ধর্ষনের ঘটনাটি ঘটে। ধর্ষনের শিকার হওয়া ঐ কিশোরী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে পটিয়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে শারীরিক প্রতিবন্ধী ঐ কিশোরী বাড়ির পাশের রাস্তার ধারে কাপড় শুকানোর জন্য যান। এসময় পারভেজ তাকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষন করে। এক পর্যায়ে কিশোরী চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এসেই হাতেনাতে পারভেজ আলমকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ধর্ষনের শিকার কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, এর আগেও কয়েক বার ঐ কিশোরীকে পারভেজ আলম একই স্থানে জোর পূর্বক ধর্ষন করেছিলেন। শারীরিক প্রতিবন্ধী ঐ কিশোরীকে পারভেজ আলম নানাভাবে ভয়ভীতি দেখানোর কারণে ভয়ে কিশোরী পরিবারের কাউকে এতোদিন বলেনি। বৃহস্পতিবার আবারো তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষন করে। তখন কিশোরীর চিৎকার শুনে স্থানীয় জনতা যুবককে হাতেনাতে ধরে পেলেন। কয়েক দফা পার পেলেও এবার অভিযুক্ত যুবকের শেষ রক্ষা হয়নি। অবশেষে যেতে হলো কারাগারে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. বিলাল আকন্দ দেশ রুপান্তরকে জানান , শারীরিক প্রতিবন্ধী ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একই এলাকার যুবককে স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরে পুলিশ কে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসি। ধর্ষনের শিকার কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। এ মামলায় আসামীকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.