চন্দনাইশে উপজেলা ক্রীড়া চক্রের অভিষেক ও প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত 

 চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় “শিক্ষায় শক্তি ক্রীড়ায় মুক্তি স্লোগান কে সামনে নিয়ে গড়ে উঠা চন্দনাইশ উপজেলা ক্রীড়া চক্রের অভিষেক উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ২৬মে শুক্রবার বিকালে গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান ও ফুটবল ম্যাচ সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। উক্ত খেলায় ও অভিষেক অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী। সংগঠনের সভাপতি নুরুল আমজাদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো.সরওয়ার আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম,বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান

উপ কমিটির সাবেক সদস্য আব্দুল কৈয়ুম চৌধুরী,উপজেলার ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী,এডভোকেট কামেলা খানম রুপা, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন,চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি এম এ রাজ্জাক রাজ,দুদক চন্দনাইশ উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম,আ.লীগ নেতা হেলালউদ্দিন চৌধুরী, হাশিমপুর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, খান ব্যবসায়ি বাজার সমিতির সভাপতি আমির মোহাম্মদ সাইফুদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ি আফনান ইসলাম প্রমুখ। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে অংশ গ্রহণ করে,কিষোয়াণ ফুটবল ক্রীড়াচক্র বনাম বান্দরবান জেলা ক্রীড়াচক্র। এতে ধারাভাষ্যে ছিলেন,মাষ্টার আব্দুল মন্নান,আমিনুল ইসলাম,মাসুদ পারভেজ। সভায় অতিথিরা কিশোর ও যুব সমাজকে ইভটিজিং,মাদক,কিশোর গ্যাং সহ নানা ধরনের অপকর্ম থেকে দূরে রাখা এবং সুস্থ শরীর গঠনে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার ভূমিকা নিয়ে আলোচনা করেন।
মন্তব্য করুন

Your email address will not be published.