পটিয়ায় প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধ

পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধ ও আরেক জন আহত হয়েছেন। শুক্রবার (২জুন) রাত আনুমানিক ৯ ঘটিকার সময় উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হাতিয়ারঘোনা গ্রামে হামলার এঘটনা ঘটে। হামলায় মো. শাকিব (২০) নামে একজন গুলিবিদ্ধ সহ দুই জন আহত হয়। পরে শাকিব কে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, হাতিয়ারঘোনা হিলচিয়া কাজীর জামে মসজিদের কমিটি নিয়ে তিন পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব লেগে আছে । স্থানীয় নুরুল আবছার,নুরুল ইসলাম, মোনাফ গংদের বিরুদ্ধে শুরু থেকেই মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন অপর দুই পক্ষ। তিন পক্ষের দ্বন্ধের জের ধরে মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লির সংখ্যা কমে গেছে বলে জানা গেছে। এলাকাবাসীরা জানান, গত দুই বছর আগে একটি শিল্প গ্রুপের মসজিদের অনুদানের জন্য দেয়া ২০ লাখ টাকা উত্তোলন করে নুরুল আবছার গং আত্নসাত করেছেন বলে এমন অভিযোগ করেছেন অপর দুই পক্ষ। এ মসজিদটির একটি পক্ষের সভাপতি নুরুল হাকিম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহেদ, অপর একটি পক্ষের সভাপতি নুরুল ইসলাম ও সাধারন সম্পাদক নুরুল আবসার এবং আরেকটি পক্ষের সভাপতি নুরুল ইসলাম বান্টু ও সাধারন সম্পাদক ফয়েজ আহমদ। এ তিনটি পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে অসংখ্যবার মারামারির ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় অন্তত তিনটি পক্ষের মধ্যে ২০-২৫টি ফৌজদারী মামলা দায়ের হয়েছে আদালতে। এসব মামলা বর্তমানে চলমান রয়েছে। তবে গত দুই মাস ধরে তিনটি পক্ষের মধ্যে সহিংসতা অনেকাংশে বেড়ে গেছে। এদিকে, বিগত ১২ এপ্রিল ২০২২ সালে তিন পক্ষের তিন জন প্রতিনিধি আবুল বশর, জালাল উদ্দিন ও মন্জুরুল ইসলাম কাজলকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন মসজিদ পরিচালনা কমিটি গঠন করে দেন উপজেলা প্রশাসন। মসজিদের দানবাক্সে তালা লাগিয়ে চাবিটি থানা হেফাজতে নেয়া হয়। এরপর থেকেই উক্ত কমিটি শান্তিপূর্ন ভাবে দায়িত্ব পালন করলেও সম্প্রতি সময়ে একটি পক্ষ নুরুল আবসারের নেতৃত্বে দফায় দফায় প্রতিপক্ষরে উপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে । গত ২৬ মে শুক্রবার জুমার নামাজের সময় মুসল্লিদের দেয়া টাকা পয়সা লুট করে নিয়ে যায় নুরুল আবসার। কিন্ত এক সপ্তাহ হয়ে গেলেও সেই টাকা পয়সা গুলো নিয়ম অনুযায়ী পটিয়া থানা পুলিশের কাছে জমা দেয়নি। এ নিয়ে পটিয়া থানায় দফায় দফায় বৈঠক হলেও কোন সুরহা হয়নি। শুক্রবার (২ জুন) এলাকায় জুমার নামাজ উপলক্ষে টানটান উত্তেজনা দেখা দিলে জুমার নামাজের সময় সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শান্তি পূর্ণভাবে নামাজ শেষ হয়। অর্ন্তবর্তী কালীন কমিটির সদস্য মন্জুরুল ইসলাম কাজল জানান, গত কয়েকদিন ধরে মসজিদে ভক্তদের দান করা পশু (মুরগী ও কবুতর) প্রতিপক্ষের নুরুল আবসারের নেতৃত্বে কয়েকজন লোক জোর করে ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি। পটিয়া থানার উপ পরিদর্শক মোফাজ্জল হোসেন জানান,ঘটনার খবর পেয়ে আমরা এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। যারা ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.