চট্টগ্রামে ব্যবসায়ী হত্যার ২১ বছর পর পলাতক থাকা ও ফাঁসির দণ্ড পাওয়া আয়ুব আলীকে (৭০) গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
শুক্রবার (১৬ জুন) রাত ১১টার দিকে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আয়ুব আলী লোহাগাড়া থানার আমিরাবাদ ইউনিয়নের আমির খান চৌধুরী পাড়ার মৃত এয়াকুব মিয়ার ছেলে।
জানা গেছে, ২০০২ সালের মার্চ মাসে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে লোহাগাড়ার ব্যবসায়ী জানে আলমকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়। এর আগের বছর ২০২১ সালে জানে আলমের ছোট ভাই মাহমুদুল হককে হত্যা করা হয়। আয়ুব আলী ওই দুই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থকে তিনি পলাতক ছিলেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, লোহাগাড়ার ব্যবসায়ী জানে আলম হত্যা মামলায় ২০০৭ সালে আয়ুব আলীসহ ১২ জনের ফাঁসির রায় ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। সে রায় এখনো বহাল আছে। তবে ঘটনার পর ২১ বছর ধরে পলাতক ছিল আয়ুব। গতকাল (শুক্রবার) রাতে গ্রেপ্তারের পর আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।