চট্টগ্রামের আনোয়ারা ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাদের জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। শুক্রবার বিষয়টি জানা গেছে।
প্রত্যাহার হওয়া দুই ওসি হলেন— আনোয়ারা থানার মির্জা মোহাম্মদ হাছান ও হাটহাজারী থানার রুহুল আমীন।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের ‘মারামারি’ সংক্রান্ত একটি ঘটনায় হত্যাচেষ্টাসহ দুটি মামলা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তারেক চৌধুরীকে ফাঁসানোর অভিযোগ উঠে আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাসানের বিরুদ্ধে। অন্যদিকে, শ্যালকের সঙ্গে বিদেশযাত্রা নিয়ে আর্থিক দ্বন্দ্ব সুরাহা করতে ডেকে জেলে পুরে দেওয়ার অভিযোগ করেন এক প্রবাসীর স্ত্রী। ওদিন জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে মুঠোফোনে অভিযোগ জানালে তাৎক্ষণিক মুক্তি পান ওই প্রবাসী।