কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে সৌদিয়া বাসের ধাক্কায় মো. জসিম উদ্দিন নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার বরুদখানা এলাকার মো. ইসহাকের ছেলে।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে দোহাজারী পৌরসভার শাহী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মো. এরফান বলেন, দুর্ঘটনায় মৃত্যুবরণকারী যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
গাড়ি আটক করে দোহাজারী হাইওয়ে থানায় রাখা হয়েছে। চালক ও হেলপার পলাতক।