সাতকানিয়া প্রতিনিধি:
সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে গত বৃহস্পতিবার রাতে পুলিশের এক বিশেষ অভিযানে হাসমত দোকান এলাকায় আজিমপুর এলাকার মৃত সাচি মিয়ার ছেলে নাছির উদ্দিন (৪২) ও একই এলাকার ইলিয়াছের ছেলে মো.জয়নাল আবেদীন (৪০) কে গ্রেফতার করেছে।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, মাদক পাচার হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাযতে থাকা ২৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।