মহানগর স্বেচ্ছাসেবক হালিশহর থানা ও এর অন্তর্গত ২৫, ২৬ ও ৪৪নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (৮ জুলাই) নগরীর হালিশহরের জেপি কনভেনশন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাজমুল হুদা শিপনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. আজিজ মিছিরের সঞ্চলনায় প্রধান অথিতি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নঈম উদ্দিন চৌধুরী এবং সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম ১০ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর যুবলীগের সাবেক আহবায়ক মো. মহিউদ্দিন বাচ্চু ও হালিশহর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মূর্তুজা হায়দার শরীফ।
সম্মেলনের উদ্বোধন করেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
সম্মেলনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লায়ন মো. হোসেন, হালিশহর থানা আওয়ামী লীগের আহবায়ক ফয়েজ আহম্মদ, যুগ্ম আহবায়ক মো. আবু তাহের, যুগ্ম আহবায়ক রেজাউল করিম কাইছার, চসিক ১নং প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. আবুল কাসেম, ৪৪নং মধ্যম আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আব্দুল্লাহ, ২৫ নং রামপুরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দিলদার খান দিলু, ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াস হোসেন, ৪৪নং মধ্যম আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রিজিউয়ান সিদ্দিকী, মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি, হালিশহর থানা দায়িত্বপ্রাপ্ত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য এডভোকেট নোমান হোসেন তালুকদার।
উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, সহ-সভাপতি এড. তসলিম উদ্দীন, সহ-সভাপতি সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, আজাদ খান অভি, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু ও মহানগর নেতৃবৃন্দরা। এছাড়াও হালিশহর থানা স্বেচ্ছাসেবক লীগ এবং ২৫, ২৬ ও ৪৪নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের পদপ্রতাশী নেতৃবৃন্দরা তাদের মনোনয়ন পত্র গ্রহণ ও জমা দিয়ে দিয়ে সম্মেলনকে প্রাণবন্ত করেন।