একদিনে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ১১১

চট্টগ্রামে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একদিনের ব্যবধানে আক্রান্ত রোগী বেড়েছে প্রায় ৪ গুণ। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১১১ জন।

রোববার (৯ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১১ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৪৫ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৫ জন রোগী। তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।

এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৫৯ জন। এর মধ্যে চলতি জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ২৯৫ জন।
সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগী। চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ডেঙ্গু মশা বাহিত রোগ। ডেঙ্গু থেকে রক্ষায় অবশ্যই মশা নিধনে জোর দিতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.