সাতকানিয়া প্রতিনিধি:
মারধর করে মামলা খেয়ে কারাগারে, জামিন নিয়ে এসে আবারও মারধর ও হুমকির অভিযোগ! এমনই ঘটনা ঘটে
উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বখশীরখীল এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কাঞ্চনা
বখশীরখিল ৭ নং ওযার্ডের বাসিন্দা মো: জামাল (৩৫) ও আবদুল শুক্কুর (৫২) এর বিরুদ্ধে অভিযোগ করেছেন একই এলাকার আবদুল কাউছার (৩৪)।
সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ জুলাই আনুমানিক রাত সাড়ে ১১ টায় অভিযুক্ত মো:জামাল ও মো: আবদুল শুক্কুর দুজনে বাদী আবদুল কাউছারকে পথ গতিরোধ করে মারধর ও মেরে ফেলার হুমকি দেয়।
এরপর আগের করা মামলা প্রত্যাহার করে নিতেও চাপ দেয়। মামলা তুলে না নিলে বসতঘর জ্বালিয়ে দেওয়াসহ মেরে গুম করার হুমকি দেয় তারা।
ঘটনার বিষয় বাদী আবুদল কাউছার বলেন, আমি তাদের হুমকির কারণে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার বিবাদী মো: জামাল ও আবদুল শুক্কুরকে ফোনে পাওয়া যায়নি।