সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই পুরানগড় ইউপিস্থ ৬ নং ওয়ার্ড ধলিরগোপাট এলাকায় মীর আহমদ (৫৯) এর ধানের চারা বিষ ছিটিয়ে ১২ কানি জমির নষ্ট করে ফেলে।
অভিযোগে মীর আহমদ বলেন, বিবাদী (অভিযুক্ত) মুন্সি মিয়া (৬৫), মো:রাজা মিয়া(৩০) গত ১৯ জুলাই বিষ মারার স্প্রে দিয়ে আমার জায়গায় রোপিত ১২ কানি জমির উতপাদিত ধানের চারা বিষ মেরে নষ্ট করে ফেলে।
এর আগেও ১৫ দিন আহে অভিযুক্তরা বাদী মীর আহমদের পুকুরে বিষ ঢেলে আনুমানিক ৩ লক্ষ টাকার মাছ মেরে ফেলে।
এবিষয়ে ক্ষতিগ্রস্ত মীর আহমদ বলেন আমি নিজ চোখে দেখেছি রাজা মিয়া ও মুন্সি মিয়া এই কাজ করেছে।
অভিযোগের বিষয়ে মুন্সি মিয়া ও রাজা মিয়াকে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সাতকানিয়া থানা পুলিশ জানান-তারা এই সংক্রান্ত একটা অভিযোগ পেয়েছে তদন্ত করে ব্যবস্থা নিবে।
এদিকে স্থানীয়রা জানান ইতিমধ্যে সাতকানিয়া উপজেলা কৃষি অফিস থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে একাধিক স্থানীয়রা জানান শত্রুতার বশবর্তী হয়ে মীর আহমদের ধানের বীজতলা বিষ দিয়ে ধ্বংস করেছেন।