সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় নারী নির্যাতন, পরোয়ানাভুক্ত, জিআর ও সি আর মামলার আসামিসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭জুলাই) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, নলুয়া ইউনিয়নের মরফলা বিল্ল্যা পাড়া এলাকার মুন্সি মিয়া, দক্ষিণ মরফলা মরিচ্চ্যা পাড়া এলাকার মো: আকাতার হোসেন, সোনাকানিয়া মাঝের পাড়ার মো: নাছির উদ্দিন, করইয়া নগর ছোট ঢেমশা রগজার বাড়ির আবুল কালাম, কাঞ্চনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আব্দুল হাকিম।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত সকল আসামিদের চট্টগ্রামের আদালতে সোর্পদ করা হয়েছে।