সরকারি জায়গা উদ্ধার করতে গিয়ে- মারধরের শিকার হলেন ভূমি অফিসের কর্মচারীরা

আহত ও অবরুদ্ধদের উদ্ধার করলেন এসিল্যান্ড আরাফাত

 

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়া উপজেলায় সরকারি খাস-জায়গা উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে বেদম প্রহারের শিকার হলো সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারসহ মোট ৩জন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার কাঞ্চনার ২নং ওয়ার্ডে জুইঁপাড়া বটতলের উত্তর পার্শ্বে মন্তারটেক এলাকায় এই ঘটে।

সরকারি খাস জায়গা উদ্ধার করতে গিয়ে স্থানীয় দূর্বৃত্তদের হাতে আহত হন সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবুল কাশেম,তুলাতলীর তহসিলদার মো:ইলিয়াস, এবং একই ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আরিফুর রহমান রিয়াদ।

জানাযায়,সাতকানিয়া উপজেলা ভূমি সহকারি কর্মকর্তা মো:আরাফাত সিদ্দিকীর নির্দেশমত সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও সার্ভেয়ারসহ আরো কয়েকজন সরকারি খাসখতিয়ানের জায়গা উদ্ধারে যান কাঞ্চনা মৌজার ২নং ওয়ার্ডের মন্তারটেক এলাকায়।

যথাযথ আইনী প্রক্রিয়ায় উদ্ধার কাজ চলাকালে একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আবু তৈয়বসহ আরো বেশ কয়েকজন উত্তেজিত হয়ে গালাগালি করে এই কাজে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলে পড়েন, এবং তুলাতলী ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো:ইলিয়াসকে স্পটে অবরুদ্ধ করে রাখেন, এবং অন্যান্য সবাইকে কম বেশী হাতাহাতি ও মারধর করেন।

তবে এই হামলায় গুরুতর আহত হন তুলাতলি ভূমি অফিসের অফিস সহায়ক আরিফুর রহমান রিয়াদ,এবং পার্শ্ববর্তী হিন্দু সম্প্রদায়েরও কয়েকজন।

স্থানীয় সূত্রে জানাযায়,মূলত হিন্দুদের শশ্বান দখল করে এবং সরকারি খাসখতিয়ানের জায়গায় স্থানীয় প্রভাবশালী দূর্বৃত্তরা মার্কেট নির্মাণ করে আসলে দীর্ঘ ২বছর ধরে এই বিরোধের সৃষ্টি হয়।

 

কিন্তু এই বিরোধের অবসান এবং সরকারি জায়গা উদ্ধার করতে গেলে কর্তৃপক্ষ এই হামলার শিকার হয় বলে জানা যায়,পরে পরিস্থিতি বেগতিক হলে আহত এবং অবরুদ্ধ কর্মচারীদের উদ্ধারের জন্য পুলিশ প্রশাসহ ও এসিল্যান্ড আরাফাত সিদ্দিকী ঘটনাস্থলে যান।

পরে এসিল্যান্ড আরাফাত সিদ্দিকী- আহত ও অবরুদ্ধ কর্মচারীদের উদ্ধার করে নিয়ে আসেন।

এবং আহতরা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে অফিস সহায়ক মো:আরিফুর রহমান বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য মো: আবু তৈয়বসহ ৫জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় এজাহার দায়ের করেন।

এদিকে ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস ও উপজেলা ভূমি সহকারি কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন,এই ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.