সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ১ যুবকের মৃত্যু

 

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) উপজেলার ছদাহা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বিল অঞ্চলে মাছ ধরতে গিয়ে সঞ্চালন খুঁটির তারের শর্ট খেয়ে মারা যান তিনি।

স্থানীয়রা জানান, বিদ্যুৎস্পৃষ্টে হওয়ার পর প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে কেরানীহাটে বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া মো.আশেক মিয়া (৩১) ছদাহা ৭নম্বর ওয়ার্ড মনোহর চৌধুরী পাড়া সংলগ্ন মাঝের পাড়া এলাকার মৃত ঈসমাইল এর ছেলে।

স্থানীয় ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো:আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত যুবক অসাবধানতাবসত বৈদ্যুতিক খুঁটির সাথে টেকসই তারে ভর দিয়ে ওঠতে গিয়ে বৈদ্যুতিক শর্টে মৃত্যু হয়।

ইউপি সদস্য আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় সাতকানিয়া থানার ওসি ও স্থানীয় গণ্যমান্যরাসহ লাশ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.