মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
পরিবেশ সুরক্ষিত ও সু্ন্দর রাখতে সকলকে বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন
বাঁশখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ জেসমিন আক্তার।
তিনি আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বাঁশখালী ৫ নং কালীপুর ইউনিয়ন পরিষদের উদ্দ্যেগে কালীপুরের দুই শিক্ষাপ্রতিষ্ঠান কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয় এবং পালেগ্রাম হাকিম মিয়া শাহ্ (রহঃ) সিনিয়র আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুস্টানে উদ্ভোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন।
ইউএনও ২ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি মননশীল হয়ে পাঠদানসহ বিভিন্ন কলাকৌশল অবলম্বনের মাধ্যমে শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অতিরিক্ত মনোনিবেশ হওয়ার আহবান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড: আ, ন, ম শাহাদত আলম, কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কৃষ্ণ প্রসাদ সেন, পালেগ্রাম হাকিম মিয়া শাহ্ (রহঃ) সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা জসিম উদ্দিন তৈয়াবী সহ উক্ত দুই প্রতিষ্টানের সকল শিক্ষক শিক্ষিকা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও প্রতিষ্টানের শিক্ষার্থীবৃন্দ
সহ সমাজের বিভিন্ন গুণীজন উপস্থিত ছিলেন।
অনুষ্টান শেষে প্রধান অতিথি দুই প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতরন করেন এবং দুই প্রতিষ্টানের সামনে দুইটা করে চারটা বৃক্ষরোপণ করেন।
নবাগত ইউএনও জেসমিন আক্তার বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনজীবনকে প্রভাবিত করছে। জীবনকে নানামুখী সংকটের মুখে ফেলছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।