সিএনজি টেক্সি উল্টে রাউজানে নিহত এক
নিজস্ব প্রতিবেদক : সিএনজি টেক্সি উল্টে চট্টগ্রামের রাউজানে নুরুল আলম চৌধুরী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
২৪ এপ্রিল, শুক্রবার সকালে রাউজান উপজেলার সুর্য গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আলম চৌধুরী কদলপুর এলাকার মৃত নুরুছাফা চৌধুরীর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, শুক্রবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে বহনকারী সিএনজি টেক্সি উল্টে যায়। এতে মারাত্মক আহত হন নুরুল আলম।
মুমুর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।