সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটে এসে গেলো ট্রাভেল এজেন্সীর সকল সুবিধাবলীর এক অনন্যা প্রতিষ্ঠান।
২৯শে সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৫টায় দক্ষিন চট্টগ্রামের কেরানীহাট নিউমার্কেটের ২য় তলায় আল আকসা ইন্টারন্যাশনাল এন্ড ট্যুর নামে ট্রাভেল প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটির উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন কেরানীহাট নিউমার্কেটের সভাপতি মো:শহর মুল্লুক, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওভারসীজ এন্ড হজ্ব সার্ভিসের মালিক সৈয়দ মো:আশরাফ রেজা ও শাহ মোহছেন আউলিয়া হজ্ব কাফেলা ও চট্টগ্রাম ওভারসীজের ম্যানেজার মো:ফয়েজ উল্লাহ ফয়সাল এবং আল আকসা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সাহাবুদদীন খোকনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
অতিথিরা ট্রাভেল রিলাটেড সকল সুবিধা গ্রহণের জন্য জনসাধারণের আর চট্টগ্রাম যেতে হবেনা বলে আল আকসা ট্রাভেল এজেন্সীর সফলতা কামনা করেন।

আল আকসা ইন্টারন্যাশনাল এন্ড ট্যুর এর চেয়ারম্যান সাতকানিয়া উপজেলার মাদার্শার কৃতিসন্তান সাহাব উদদীন খোকন বলেন,আমার এই জনপদের মানুষের কষ্ট লাঘবের জন্য তাদের দ্বোরগোড়ায় নিয়ে আসছি ট্রাভেল সেবা।
এখানে সকল ধরনের সেবা প্রদান করা হবে চট্টগ্রাম শহরের ন্যায়।