প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনে পটিয়ায় দোয়া মাহফিল

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রুকু গার্ডেন কমিউনিটি সেন্টারে পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিশেষ দোয়া মাহফিল পরবর্তী এক আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিজিএমইএ নেতা মোহাম্মদ নাছির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য মোজাহেরুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ নাছির বলেন, জাতীর পিতার সুযোগ্য কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মৃত্যুর মুখ থেকে তিনি বারবার ফিরে এসেছেন। এখনো ষড়যন্ত্রকারীরা থেমে নেই। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল । নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে নিজের সক্ষমতা জানান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি সরকারে থাকাকালীন বিদ্যুৎতের দাবি করায় পুলিশের গুলিতে মানুষ কে জীবন দিতে হয়েছে। অসহায় ভূমিহীন মানুষের জন্য আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ঘরের সুব্যবস্থা করা হয়েছে। আনোয়ারায় দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশে টানেল নির্মাণ উদ্বোধনের অপেক্ষায়।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় নির্যাতিত, নিপীড়িত ও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজে স্বজনহারা হয়েও দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে এখনও কাজ করে যাচ্ছেন।

মোহাম্মদ নাছির বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা স্বপ্নদর্শী এই নেত্রী ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে দলকে সুসংগঠিত করেন এবং ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন এবং বিশ্বের কাছে বাংলাদেশকে যেভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা দিচ্ছেন এমন প্রধানমন্ত্রীর জন্য আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আবারো আওয়ামী লীগকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখবে বাংলাদেশের জনগন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আ. লীগ নেতা সবুজ বড়ুয়া, আশীষ তালুকদার,মহিলা আ.লীগ নেত্রী প্রতিমা চৌধুরী, সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন মহি, বদরুল হক,সৈয়দ তালুকদার, আলী ওসমান, ওসমান গনি, কুতুব উদ্দিন, নাজিম উদ্দিন তালুকদার, হাসিনা আকতার,রতন দে, আমির হোসেন, এরশাদুর রহমান, শেখ শওকত হোসেন খোকন, দিদার, মোহাম্মদ রফিক, কাজী আনিস, এ্যাডঃ শিমুল দত্ত, সাইফুল আলম শাপলা, রোকেয়া খানম, নুরুল আলম, শাহাজাহান পারভেজ,এস এম পারভেজ, সেলিম,এমদাদ, অর্ক মিত্র, ওয়াসিক সাকিব, মোহাম্মদ ইসমাইল, শেখ দিদার, শাকিল, খোকন নাথ, বেলাল, পিন্টু শীল, ডাঃ টিটু কুমার নাথ, রিয়াদ, আজগর,বিপু, শহীদ, বাপ্পি, ওমর ফারুক,মিনহাজ মুন্না,হৃদয়, হালিম, রফিক, ইমরান জনি, আজিজ, আরমান, রোমেল,সুমন, সাদ্দাম, অপি, টিপু সহ প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুর রউফ।

মন্তব্য করুন

Your email address will not be published.