যেকোনো দুর্যোগে সবার আগে পাশে দাঁড়ায় আমিলাইশ শিশু কিশোর আসর : রফিকুল ইসলাম

আমিলাইশ ইউনিয়ন শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেছেন, ‘মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এই কারণে যে আমিলাইশ ইউনিয়নের যেকোনো দুর্যোগে ও দুর্ভোগে জনগণের পাশে সবার আগে দাঁড়ায় আমিলাইশ ইউনিয়ন শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ। বর্তমান হাসপাতালগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে, ডেঙ্গুর প্রাদুর্ভাবে জনস্বাস্থ্য চরম হুমকির মুখে।’ এডিস মশা নিধন ও ডেঙ্গু মশার প্রাদুর্ভাব রোধে ২৯ সেপ্টবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ১৫ দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করবে আমিলাইশ ইউনিয়ন শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ। তিনি আরো বলেন, ‘ডেঙ্গু সংক্রমণ রোধে ও মশা নিধনে আমিলাইশ ইউনিয়নের প্রত্যেক এলাকায় আমাদের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে। আবহাওয়া ও মৌসুমগত কারণে সারা দেশে হঠাৎ মশার প্রকোপ বেড়ে গেছে এবং অসংখ্য মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। এতে মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের ঝুঁকি বাড়ার পাশাপাশি মানুষের স্বাভাবিক জীবনযাপনে বিঘ্ন ঘটছে। বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি এড়াতে সকলকে ব্যক্তিগত উদ্যোগে নিজ নিজ ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে। একই সাথে এসকল রোগের প্রতিরোধে ও মৃত্যু ঝুঁকি এড়াতে পরিচ্ছন্নতার পাশাপাশি আমিলাইশ ইউনিয়নের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।’ আমিলাইশ শিশু কিশোর আসরের সদস্য মো:সাজ্জাদ হোসাইন সুমন সঞ্চালনায় মশুরী উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো:রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক চৌধুরী,আনোয়ার হুসাইন,মিনহাজ,আতিকুর রহমান,ফারুখ,আরিফ,মিজান,মানিক সহ সংগঠনের সদস্যবৃন্ধ।
মন্তব্য করুন

Your email address will not be published.