পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে কুমিল্লায় বিক্রি করতে যাওয়ার সময় তিন যুবককে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম ‘খ’ সার্কেল পটিয়া। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া মোজাফফরাবাদ এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী ও হানিফ পরিবহনের দুটিস যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ জন ইয়াবা কারবারির কাছ থেকে ৩ হাজার ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, শামসুল আলম (৩৪), মোঃ আয়াছ উদ্দিন রানা (২৩) ও নুরুল মোস্তফা (৩০)। তারা উভয়ে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ও হ্নীলা এলাকার বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ পটিয়া সার্কেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ পটিয়া সার্কেলের একটি টিম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া মোজাফফর এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে শামসুল আলম নামের এক ইয়াবা কারবারির কাছ থেকে তার শরীরের বাম পায়ের সাথে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২১শ পিস ও আয়াছ উদ্দিন রানা নামের আরেক ইয়াবা কারবারির কাছ থেকে একই কায়দায় লুকানো অবস্থায় আরো ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর কক্সবাজার থেকে আসা চট্টগ্রাম অভিমুখী হানিফ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আরো একজন ইয়াবা কারবারিকে ৭৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। মঙ্গলবার বিকেলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাজির করা হলে আদালতের বিচারক বেগম তাররাহুম আহমেদ তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আটক তিন ইয়াবা কারবারি ইয়াবা গুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে কুমিল্লা নিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে আমরা গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ায় তল্লাশি চৌকি বসিয়ে তাদেরকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে জানিয়েছেন কমদামে তারা কক্সবাজার থেকে ইয়াবা গুলো কিনে কুমিল্লায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আ ন ম সেলিম, পটিয়া, চট্টগ্রাম।