উপজেলা প্রতিনিধি দীঘিনালা
আজ ৪ অক্টোবর রোজ বুধবার সকাল ১০.০০ঘটিকায় দীঘিনালার ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও শহিদ মিনার উদ্ভোধন উদযাপন করেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আরাফাতুল আলম উপজেলা নির্বাহী অফিসার দীঘিনালা উপজেলা।সমাবেশের প্রধান অতিথি উপস্থিত থেকে শহিদ মিনার উদ্ভোধন করে অভিভাবক সমাবেশ শুরু করেন।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন এ কে এম বদিউজ্জামান (জীবন),প্রধান শিক্ষক ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনাদের সন্তান এ বিদ্যালয়ে আমার সন্তান,আপনার সন্তানকে সকাল সন্ধ্যায় পড়ার টেবিলে বসান, অভিভাবক হিসেবে একজন মা-ই পারবেন সন্তানের যথাযথ তত্ত্বাবধান করতে,যেকোন প্রয়োজনে শিক্ষকদের সহায়তা ও পরামর্শ নিন,মনে রাখবেন আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব,মুহাম্মদ আরাফাতুল আলম উপজেলা নির্বাহী অফিসার বলেন,খেলবো পড়বো লড়বো সমৃদ্ধ দীঘিনালা গড়বো,
শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়েই হবে আমাদের আগামীর সোনার বাংলাদেশ,তিনি আরও বলেন আপনার ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে।কার সাথে মিসছে অবসরে কি করছে,তার বন্ধু বান্ধব কেমন,এসব খোজ খবর সহ তার পড়াশোনার সুবিধা অসুবিধার দিকে মা বাবাকে নজর দিতে হবে।
এই উপমহাদেশের বাংলা ভাষাভাষীদের স্মৃতি রক্ষার্থে শহিদ মিনার নির্মাণ করা হয়েছে বাংলা ভাষার আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের অনেকের জন্য এ শহিদ মিনার স্বৃতি হিসেবে থাকবে।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হ্যাপি চাকমা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দীঘিনালা উপজেলা।মোঃমাঈন উদ্দীন ইনস্টাক্টর রিসোর্স সেন্টার দীঘিনালা উপজেলা।মোঃ জাহাঙ্গীর হোসেন (রাজু) সভাপতি প্রেসক্লাব দীঘিনালা।মোঃমফিজুর রহমান সহ সভাপতি ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ও সভাপতি ৩নং কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগ।
উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ হেলাল হোসেন প্রমুখ।