চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় দুজন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার (৮ অক্টোবর) দুপুরে দোহাজারীতে এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ (৪৫) ও মিজানুর রহমান। আব্দুল্লাহর বাডি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। আর মিজানের বাডি দোহাজারীতে। আব্দুল্লাহ অপর একটি গাডির হেলপার বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে দোহাজারী স্টেশনে ইউনিক পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় দুই যাত্রী নিহত হন এবং আহত হন আরে বেশ কয়েকজন। আহতদের দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দোহাজারি হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করি এবং বাসটি জব্দ করি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

মন্তব্য করুন

Your email address will not be published.