নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ০৯-১০-২০২৩খ্রি: তারিখে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন বিশ্বাস – এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এম. এ. মোতালেব সিআইপি।
পূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বক্তব্য রাখেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জনাব ইয়াসির আরাফাত।
এই সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব আরাফাত সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সালাহ উদ্দিন হাসান চৌধুরী ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, সাতকানিয়া পৌরসভা মেয়র জনাব মো: জোবায়ের, ডা. কে,এম, আবদুল্লাহ-আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সাতকানিয়া, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাতকানিয়া উপজেলার হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক, প্রেস ক্লাবের সভাপতি ও বিভিন্ন ইউনিয়নে পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক প্রমুখ।
এবার উপজেলার ১৭ ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ১৮০ টি পূজা মন্ডপে পূজার প্রস্তুতি চলছে।