বাঁশখালীতে অবৈধভাবে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জ‌রিমানা

বাঁশখালী প্রতি‌নি‌ধি
বাঁশখালী উপ‌জেলার বৈলছড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব বৈলছড়ী খদুল্লাহ পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটায় ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। বাঁশখালী উপ‌জেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজি‌স্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী নেতৃ‌ত্বে আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় প‌রিচা‌লিত বৈলছড়ী ইউনিয়নের পূর্ব বৈলছড়ী খদুল্লা পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অ‌ভিযান প‌রিচালনাকা‌লে বাঁশখালী থানা পু‌লিশ ও বন‌বিভা‌গের দা‌য়িত্বশীল কর্মকর্তারা‌ সাথে ছি‌লেন। এ ব্যাপা‌রে উপ‌জেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজি‌স্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী ব‌লেন, “গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বৈলছড়ী ইউনিয়নের পূর্ব বৈলছড়ী খদুল্লা পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে খবর পে‌য়ে সেখা‌নে অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় এক‌টি ট্রাক জব্দ ও ৫০ হাজার টাকা জ‌রিমানা আদায়‌ করা হয়।” যেখা‌নে অ‌বৈধভা‌বে পাহাড় কিংবা মা‌টি কাটা হ‌বে সেখা‌নে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে জ‌রিমানা আদায় ও আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হ‌বে ব‌লে জানান তিনি।
মন্তব্য করুন

Your email address will not be published.