মেয়রের অনিয়মের প্রতিবাদে পটিয়া পৌরসভার মাসিক সভা বর্জন

পটিয়া প্রতিনিধি
পটিয়া পৌরসভার মাসিক সভা বর্জন করেছেন কাউন্সিলররা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় পটিয়া পৌর সভার পূর্ব নির্ধারিত মাসিক সভা ছিল। গত ২৯ অক্টোবর পৌর সভার মেয়র মো: আইয়ুব বাবুল স্বাক্ষরিত এক নোটিশে এই সভা আহবান করা হয়। পটিয়া পৌরসভার মেয়রের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে কাউন্সিলররা মাসিক সভা বয়কট করেন। পরে বিকাল ৩.২০ ঘটিকার সময় অনিবার্য কারণবশত সভা স্থগিত সংক্রান্ত মেয়র স্বাক্ষরিত আরেকটি নোটিশ জারি করা হয়। এতে পৌরসভা অচল হওয়ার আশঙ্কায় পড়েছেন পটিয়া পৌরবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাউন্সিলর জানান , কাউন্সিলরদের মতামত না নিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে পটিয়া পৌরসভার মেয়র নিজের ইচ্ছেমত পৌরসভা চালাচ্ছেন। তিনি একক সিদ্ধান্তে সব কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন। কারো সাথে আলাপ না করে নিয়োগ কমিটি করে পছন্দ মত নিয়োগ দিচ্ছেন। নিজের আত্মীয় স্বজন দিয়ে টেন্ডার বিহীন কোটেশনের মাধ্যমে উন্নয়ন কাজ করা হচ্ছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।বিভিন্ন বিষয়ে কাউন্সিলরদের ধমকি দিয়ে চাপ সৃষ্টি করছেন বলে জানান ঐ কাউন্সিলর। মাস্টার রোলে পছন্দনীয় কর্মচারী নিয়োগ ও বেতন বৈষম্যের অভিযোগও করেন মেয়রের বিরুদ্ধে। ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সরোয়ার কামাল রাজিব বলেন, মেয়রের স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা সভা বয়কট করেছি। এবিষয়ে পটিয়া পৌরসভার মেয়র মো: আইয়ুব বাবুল কে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বাসায় এসে জানার কথা বলে বিষয়টি এড়িয়ে যান।
মন্তব্য করুন

Your email address will not be published.