নিজস্ব প্রতিবেদক:
“স্কুলে লুডু খেলেন শিক্ষকরা, ক্লাস না করেই বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা” এমন শিরোনামে গতকাল ১৫ নভেম্বর চট্টগ্রাম সংবাদ ও দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পরই একই দিন বিকালে সাতকানিয়া উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিদ্যালয়ে অনুপস্থিত সকল শিক্ষকদেরকে কৈফিয়ত তলব করেন তিনি।
বড়দুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখেন শিক্ষা অফিসার তিনি জানান, অর্পনা দত্ত, জহির আহমদ,মৌসুমি দাশ গুপ্তা, সিদ্দিকা আফরোজ, জান্নাতুল ফেরদৌসকে শ্রেণী কক্ষে না পেয়ে বসে গল্পরত অবস্থায় পাওয়া যায়।যাহা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপীএ ২ এর খ ধারা মোতাবেক জঘন্য অপরাধ।
তাদের সবাইকে কতের্ব্য পালনে অবহেলা করায় কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করা হবেনা তার সন্তোষজনক জবাব ৩ কর্ম দিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে তাদেরকে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে গিয়ে জবাব দিতে বলা হয়েছে।
এবিষয়ে সাতকানিয়া উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মো: মাহবুব আলম বলেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হবে।