নির্দেশনায় বলা হয়েছে, মেয়র, চেয়ারম্যান, মেম্বার পদে থেকে কেউ সংসদ নির্বাচন করতে পারবেন না। সংসদ নির্বাচন করতে চাইলে তাদের পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, মেয়র, চেয়ারম্যান, মেম্বার পদে থেকে কেউ সংসদ নির্বাচন করতে পারবেন না। সংসদ নির্বাচন করতে চাইলে তাদের পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিতে হবে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমানের পাঠানো নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়র ও চেয়ারম্যানদের প্রার্থী হওয়া, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়রের পাশাপাশি বিভিন্ন সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও সরকারি অনুদানপ্রাপ্ত অফিস, প্রতিষ্ঠানের বা কর্পোরেশন অথবা সংবিধিবদ্ধ সংস্থা, কর্তৃপক্ষ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহে চুক্তিভিক্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য পদ্ধতিগতভাবে পদত্যাগ করতে হবে।
এ ছাড়াও এই নির্দেশনায়, প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতার বিষয়েও বলা হয়েছে।