নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে  আ.লীগ নেতা-কর্মীরা প্রস্তুত

রোড শো'র সমাবেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য.মিনহাজ

সৈয়দ আককাস উদদীন 
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় গতকাল (শুক্রবার) বিকেলে রোড শো করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান। শতাধিক মোটরসাইকেল, অটোরিকশা ও নৌকার আদালতে তৈরিকৃত মিনি ট্রাক করে এ রোড শো এর  আয়োজন করা হয়। ডা. মিনহাজের নেতৃত্বে রোড শো’টি সাতকানিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড এলাকা থেকে শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ডা. মিনহাজ তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলকে সাতকানিয়া-লোহাগাড়াসহ সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছেন। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগ নির্বাচনকে উৎসবে পরিণত করবে।
ডা.মিনহাজ আরও বলেন, মানুষ বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই এ দেশের ভবিষ্যৎ নিরাপদ। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়, বাকি অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। আর নির্বাচন বানচালের যেকোন অশুভ পায়তারা ও অপশক্তি রুখতে আওয়ামীলীগের নেতা-কর্মীরা সব সময় প্রস্তুত রয়েছে। এ সময় সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আলহাজ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  আনজুমান আরা বেগম, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন, কাউন্সিলর এনামুল কবিরসহ উপজেলা
ও পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

Your email address will not be published.