সৈয়দ আককাস উদদীন
সাতকানিয়া আংশিক চন্দনাইশ সংসদীয় এলাকায় নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্ব পেলেন সাতকানিয়া আদালতের বিচারক শরিফুল হক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘নির্বাচনী অপরাধ ও নির্বাচন – পুর্ব অনিয়ম’ অনুসন্ধান কমিটি গঠন করে গেজেট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন।
গত ২৩শে নভেম্বর (বৃহস্পতিবার) ১৭.০০.০০০০.০৪৫.০২৭.০০২.২৩-১১৮ নং স্বারকের একটি প্রজ্ঞাপনে দুই বিচারককে এই দায়িত্ব দেয়া হয়।
সাতকানিয়া আংশিক (কেওচিয়া, কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়া, পুরানগড়, খাগরিয়া ও চন্দনাইশ উপজেলা) তথা চট্টগ্রাম ১৪
আসনের এ দায়িত্ব পালন করবেন সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক শরিফুল হক।
নির্বাচনের তফশিল ঘোষণার পর হতে চুড়ান্ত ফলাফল এর গেজেট প্রকাশ হওয়া পর্যন্ত যে কোন প্রার্থীর বিরুদ্ধে আনীত নির্বাচনী আচরণ বিধি লংঘন ও নির্বাচনী অপরাধ এর অভিযোগ অনুসন্ধান করে প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করবে এই অনুসন্ধান কমিটি। তার ভিত্তিতে ব্যাবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন।
এ সময়ে বিচারককে তার বিচারিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে উক্ত দায়িত্ব পালনের জন্য।
অপরদিকে,চট্টগ্রাম ১৫ তথা লোহাগাড়া ও সাতকানিয়া আংশিক সংসদীয় এলাকার অনুসন্ধান কমিটির দায়িত্ব প্রদান করা হয়েছে চট্টগ্রাম জেলা জজ আদালতে কর্মরত সিনিয়র সহকারী জজ শাহনেওয়াজ মনিরকে।