সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন মোতালেব

সাতকানিয়া প্রতিনিধি

স্বেচ্ছায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছাড়লেন এম. এ মোতালেব সিআইপি।

তিনি গত রোববার (১৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগ পত্র দিলে একই দিন এ মন্ত্রণালয়ের উপ-সচিব মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদত্যাগ পত্রটি গৃহীত হয়েছে মর্মে জানানো হয়।

মোতালেব পদত্যাগ করলেও গত মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে বিষয়টি প্রকাশ পায়।

পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণের কথা বললেও সাংবাদিকদের বলেছেন, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে দল থেকে প্রার্থী হওয়ার আশায় তিনি মনোনয়ন ফরম সংগ্রহ এবং পদত্যাগ করেছেন। মোতালেব উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান।

জানা যায়, নির্বাচনের মাধ্যমে তিনি (মোতালেব) ২০১৯ সালের ২৫ নভেম্বর উপজেলা চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা গেছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস উপজেলা চেয়ারম্যানের পদ থেকে মোতালেব পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় চেয়ারম্যানের পদত্যাগপত্রটি গ্রহণ করে পদটি শূন্য ঘোষনা করেন। প্যানেল চেয়ারম্যান-১ ও মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য বলা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.