দুই দেশের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

নুতন করে জিম্বাবুয়ের ওপর নিষেধাজ্ঞা দিল ওয়াশিংটন। জিম্বাবুয়ের কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাছাড়া, গণতন্ত্র বাধাগ্রস্ত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালানোর কারণে উগান্ডার ওপর ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

আরোপিত ভিসা নিষেধাজ্ঞায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দুই দেশের কোনো কর্মকর্তার নাম উল্লেখ করেননি। তবে তিনি উগান্ডার এলজিবিটি সম্প্রদায় এবং জিম্বাবুয়ের বেসামরিক নাগরিকদের কথা তুলে ধরেছেন।

উগান্ডায় এলজিবিটিকিউ আইনটি বিশ্বের সবচেয়ে কঠিনতম আইন হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত মে মাসে আইনটি পাস করা হয়। এ আইনে সমকামীদের মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া সমকামিতার ফলে এইচআইভি ছড়ায় বলে আইনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.