গ্যারেজের ওয়েল্ডিং মেশিনের আগুনে ভস্মীভূত হলো ৭টি দোকান

লোহাগাড়ার পদুয়া

সৈয়দ আককাস উদদীন  লোহাগাড়া থেকে-
চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় একটি গ্যারেজের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে অন্তত ৭টি দোকান পুঁড়ে ছাই হয়ে যায়।
৫ই ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার পদুয়া বাজারের তুলাতলিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়,পদুয়া বাজারের অগ্নিকাণ্ডের  ঘটনার শিকার হওয়া   মার্কেটটিতে একটি মোটর সাইকেল মেরামত করার দোকান আছে ওই দোকানের ওয়েল্ডিং মেশিন থেকেই বৈদ্যতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে পার্শবর্তী  অপরাপর দোকানগুলিতে- এতে অন্তত ৭টি দোকান  পুঁড়ে যায়।
এদিকে আগুন লাগার অন্তত ১৫মিনিটের ভেতর সাতকানিয়া ফায়ার সার্ভিস টীম আগুন নিয়ন্ত্রণ করার জন্য ছুটে আসেন বলে জানান স্থানীয়রা।
আগুন নিয়ন্ত্রণে যাওয়া সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্নায়েন বলেন আগুন লাগার সাথে সাথে আমিসহ আমার টীম ঘটনাস্থলে এসে আনুমানিক ২০/২৫মিনিটের ভেতর আগুন নিয়ন্ত্রণ নিতে সক্ষম হই,পার্শ্ববর্তী তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে আমার মনে হচ্ছে, তিনি আরো বলেন এখন ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছেনা তবে ৭টি দোকান নয় পুঁড়েছে ৬টি দোকান।
অন্যদিকে আগুন লাগার সাথে সাথে ছুটে যান পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ, তিনি দৈনিক দেশ বর্তমানকে বলেন পুঁড়িয়ে যাওয়া দোকাগুলির ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা না গেলেও রাইস মিলের একাই ক্ষতির পরিমাণ অন্তত ২৫লক্ষটাকা হবে।
এদিকে আগুন লাগার স্পট চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাদদেশের লাগোয়া হওয়ায় প্রায় এক ঘন্টা  চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যানজট লেগে যায়,পরে লোহাগাড়া পুলিশ প্রশাসনের সহযোগিতায় আস্তে আস্তে যানজট স্বাভাবিক হতে থাকে।
মন্তব্য করুন

Your email address will not be published.