সাতকানিয়ায় মৌরশি সম্পদ অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন 

 

সাতকানিয়া প্রতিনিধি 
চট্টগ্রামের সাতকানিয়ায় ছদাহা ইউনিয়নের একটি  জায়গা নিয়ে আদালতে মামলা চলমান থাকার পরেও  জমি দখল চেষ্টার অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে  ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেন।
৫ই  ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে  উপজেলার কেরানীহাটে একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে  লিখিত অভিযোগে উপজেলার ছদাহা ইউনিয়নের ফজুর পাড়া ২নম্বর ওয়ার্ডের শেখ আহমদ গং (৩৪)  অভিযোগ করেন পৌরসভার ছিটুয়া পাড়া এলাকার মো: দিদারুল আলম ও মো: গিয়াস উদ্দিনের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে তারা বলেন, গতকাল সকালে  মো:দিদারুল আলম ও মো: গিয়াস উদ্দিনরা অজ্ঞাতনামা ৪০/ ৫০ জন লোক নিয়ে জোরপূর্বক ঘেরাবেড়া দেওয়ার চেষ্টা করে। এসময় বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রকাশ্যে হুমকি প্রদান করে।
সংবাদ সম্মেলনের লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়।
মন্তব্য করুন

Your email address will not be published.