শহীদ মিনার পরিস্কার করে আলোচনায় ছাত্রলীগ

সৈয়দ আককাস উদদীন 

সাতকানিয়ায় কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজের শহীদ মিনার পরিষ্কার করেছে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে শহীদ মিনারে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে।

 

এ বিষয়ে কলেজ ছাত্রলীগ নেতারা বলেন, ছাত্রলীগ হচ্ছে জাতির সূর্যসন্তানদের সংগঠন। শহীদ মিনার আমাদের শ্রদ্ধার স্থান। বিজয় দিবসকে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মানবোধ থেকেই আমরা আজকে ক্যাম্পাসে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছি।

বিজয় দিবসে কলেজ কতৃপক্ষ থেকে দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচী থাকবে,সেখানে অনেক শিক্ষার্থী, অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসবেন তাই আমাদের ক্যাম্পাস পরিচ্ছন্নতার অংশ হিসেবে এই কার্যক্রম। এখন থেকে নিয়মিত আমরা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।

এ কার্যক্রমে অংশগ্রহণ করেন অলি আহমদ কলেজ ছাত্রলীগ নেতা কৌশিকুর আলম রাসেল, আবদুল্লাহ আল রিহাব, দেলোয়ার হোসেন বাপ্পি, তাহসিন সিকদার, ইসমামুর রহমান, মোহাম্মদ রোকন, মোহাম্মদ নোহান, মোহাম্মদ রানা, মোহাম্মদ নোমান, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ ইউছুফ সহ কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

Your email address will not be published.