কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে দিবে। কারিগরি শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা দক্ষ জনশক্তিতে রুপান্তরিত হয়ে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সুনামের সাথে চাকরি করে নিজেকে সারা বিশ্বের কাছে পরিচিত করাতে পারবে বলে মন্তব্য করেছেন বক্তারা।
সোমবার (১১ ডিসেম্বর) লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয় মাঠে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন বরণ ও অভিভাবক সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা নোমান গ্রুপ ও সাদ গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান।
এ সময় লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম, নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান সৈয়দা সুফিয়া খাঁতুন, সাদ গ্রুপের ডিএমডি নূরে ইয়াসমিন ফাতিমা, নোমান গ্রুপের ডিএমডি আবদুল্লাহ মোহাম্মদ জুবাইর সিআইপি, আধুনগর ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ ইউনুচ, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, আধুনগর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা মোঃ খালেদ জামিল, এডভোকেট মুুহাম্মদ ইলিয়াছ, চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের দাতা সদস্য মোঃ আবু তাহের, সমাজসেবক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হামজা, আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল কাদের, দাতা সদস্য নুরুচ্ছাফা, ব্যবসায়ী ও তরুণ সংগঠক আবু সিদ্দিক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ হোসেন।
সভায় বক্তারা আরও বলেন, আমাদের এলাকার সন্তানেরা কারিগরি শিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নিজেরা স্বাবলম্বী হতে পারবে। শিক্ষার্থীদের সফলতার মাধ্যমেই এই প্রতিষ্ঠান একদিন বাংলাদেশের সর্বশ্রেষ্ট প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে। কারিগরি শিক্ষার কারিকুলাম জীবনমুখী এবং বাস্তবমুখী কারিকুলাম। এ প্রতিষ্ঠান থেকে ভাল দক্ষ ইঞ্জিনিয়ার বের হয়ে এদেশের আর্তসামাজিক উন্নয়নে অবদান রাখবে।