বোয়ালখালীতে মোমবাতি প্রতীকের ব্যাপক গণসংযোগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী আল্লামা আবদুন নবী আলকাদেরী বলেছেন, জাতীয় জীবনে অন্যায়-অবিচার, সন্ত্রাস-দূর্নীতি জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে। দৌঁড়ে পালিয়েছে সামাজিক শান্তি ও সুস্থতা। এই কঠিন পরিস্থিতি থেকে জাতিকে রক্ষা করার জন্য আসন্ন নির্বাচনে মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত জনতার প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।

২৫ ডিসেম্বর (সোমবার) উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়নের ভরাপুকুর পাড় হয়ে চৌরাস্তা মোড়, নয়াপুকুর পাড়, ঘাটিয়ালপাড়া, ফকিরাখালী, মসজিদ ঘাটা, কান্তপুকুর পাড়, বটতল, বড়পুকুর পাড়, পূর্ব ছৈয়দ নগর, চান্দরহাট গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন বা.ই. ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সভাপতি স.ম. এনামুল হক, সাধারণ সম্পাদক আখতার হোসাইন তালুকদার, মো. জাহাঙ্গির আলম, মো. শাহ আলম, মো. সালাহ উদ্দীন, শওকত হোসেন ফারুকী, মো. আলাউদ্দীন, মৌলানা আবদুল কাদের, মৌলানা মহিউদ্দীন, নুরুল আজিম সুরাত, মোরশেদুল আলম লিটন, মৌলানা বদিউল আলম, আবদুল মন্নান, ছাত্রনেতা মাহফুজ, ছাত্রনেতা এরফান উদ্দীন প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.