মীরসরাইয়ে আগুনে পুড়েছে ৫ বসতঘর

মীরসরাইয়ে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে পাঁচ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দেড়লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামের সিদ্দীক ডাক্তার বাড়িতে এই ঘটনা ঘটে।

মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, উপজেলার ইছাখালী এলাকায় আগুনে ৫টি বসতঘর পুড়ে গেছে।

ঘটনাস্থল গ্রামের বেশি ভেতরে হওয়ায় যেতে কিছুটা দেরি হয়েছে। এরপরেও আমরা অনেকগুলো ঘর রক্ষা করতে পেরেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

মন্তব্য করুন

Your email address will not be published.