নওফেল শিক্ষামন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রামবাসীর আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত কোতোয়ালী-৯ আসনে সংসদ সদস্য চট্টলরত্ন মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষামন্ত্রী করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রামবাসীর পক্ষে আনন্দ মিছিল বের হয়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মিছিলটি মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী’র নেতৃত্বে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে মিষ্টি বিতরণ ও পথসভা অনুষ্টিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশীষ ভট্টাচার্য্য, আবু হোসেন আবু, শিবু প্রসাদ চৌধুরী, রতন আচার্য্য, ফজলুল আমীন, কাজী হেলাল উদ্দিন, বিপ্লব চৌধুরী প্রতাপ, লিটন দাশ, শিল্পী গুহ, রেহেনা আক্তার, মোজাম্মেল হক মানিক, সন্জীব বিশ্বাস সাজু, পঙ্কজ রায়, উৎপল দাশ, সুমন রায় চৌধুরী, তাপস দে, বলাই চক্রবর্তী, নিপু শম্মা, জয় চৌধুরী,মোঃ জাহেদ,মনিরুল হক মুন্না, শাহজাহান রুবেল,রাজীব সিকদার, আবু তাহের রানা, তৌহিদুল ইসলাম মিথুন, মনিরুল ইসলা, আনোয়ার হোসেন পলাশ, আবদুল্লাহ আল সাইমুন, জুবায়ের আলম আশিক, ইয়াছির আরাফাত রিকু, শুভ দত্ত, ইসমাইল সাকিব, রমজান আলী, বিশাল হাজারী, অভি চক্রবর্ত্তীসহ প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.