আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাতকানিয়ায় ইটভাটার অফিস ডাকাতি
সাতকানিয়া কেরানীহাট গরুর বাজারের সামনের ইটভাটা
সৈয়দ আককাস উদদীন
চট্টগ্রামের সাতকানিয়ায় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ পরিচয় দিয়ে একটি ইটভাটার অফিসে ডাকাতি করার অভিযোগ ওঠেছে।
২৪শে জানুয়ারী(বুধবার) ফজরের সময় তীব্র ঠান্ডা আর কুয়াশার মধ্যে উপজেলার কেঁওচিয়াস্থ গরুর বাজারের সামনে এনবিএম ব্রিকফিল্ড নামক ইটভাটায় এই ডাকাতির ঘটনা ঘটে।
এনবিএম ব্রিকফিল্ডের ম্যানেজার মো: আব্দুর রহমান জানান,বুধবার ফজরের একটু আগে একদল অস্ত্রসস্ত্রসহ অফিসের সামনে এসে দায়রোয়ানকে বলে আপনি কে? তখন দারোয়ান বলেন আমি এখানকার দারোয়ান তখন তাকে বলে আমরা পুলিশের লোক অফিসে কে আছে?তখন তিনি বলেন অফিসে কেরানী আছে তখন বলে ডাকেন, সাথে সাথে রুকনকে তিনি ডাকলো রুকনকে আর দারোয়ানকে পুলিশ পরিচয়ে অফিস খুলতে বলেন, অফিস খোলা মাত্র দারোয়ানকে আর রুকনকে অফিসের ভেতরের আরেকটি রুমে আটকিয়ে, সকলের মোবাইল ফোন কেঁড়ে নিয়ে সিসি ক্যামেরা যাবতীয় যন্ত্রপাতি এবং ক্যাশ টেবিল বাক্স ভেঙ্গে নগদ ৫৬হাজার টাকা ও দারোয়ানের পকেটে থাকা ৯শত টাকাসহ মোট ৬টি মোবাইল ও ৫৭হাজার টাকার মত তারা ডাকাতি করে নিয়ে যান বলে জানান।
পাশাপাশি ডাকাতদল ডাকাতি করে চলে যাওয়ার সময় আরো বলেন, তুদের মালিককে বলিস কোন বিষয়ে বাড়াবাড়ি না করতে বাড়াবাড়ি করলে অবস্থা খারাপ হবে।
এদিকে ইটভাটার তৌহিদ নামে এক শ্রমিক জানান,আমরা পুলিশের লোক অফিস খুল খুল বলে আমাদের কয়েকজন ষ্টাফকে জিম্মী করে তাদের সবার ফোন ছিনিয়ে নিয়ে থাকার একটি রুমে আটকিয়ে বাইরে ছিটকিনি লাগিয়ে দেয়ায় এবং সবার হাতে অস্ত্র থাকায় আমরা কাউকে কিছু করতে পারিনি।
এদিকে সাতকানিয়া থানার ডিউটি অফিসার এস আই রাজিবুল ইসলাম রাজু বলেন,আমি এখনি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।
এদিকে এনবিএম ব্রিকফিল্ডের মালিক মঈন উদদীন বলেন,ফজরের সময় নাকি এই ডাকাতির ঘটনা ঘটছে তারা সিসি ক্যামেরা, মোবাইল, টিভি এসব নিয়ে গেল।
ক্যাশ টাকা ৫০/৬০হাজারের বেশী পাবেনা।
তবে তারা পুলিশ পরিচয়ে দারোয়ানকে আটকিয়ে কেরানী ডেকে অফিস খুলে উল্টো তাদের রুমে আটকিয়ে এই ঘটনা ঘটায়,আর তারা নাকি চলে যাওয়ার সময় আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে গেল।
এটা আসলে আমি বুঝতেছিনা এই ঘটনা কারা ঘটালো? আমি এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিব।