নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করায় সাতকানিয়া আংশিক চন্দনাইশের আসন থেকে আওয়ামী লীগ মনোনীত বার বার নির্বাচিত সাংসদ নজরুল ইসলাম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগনেতা এবং জামাত শিবিরের হাতে প্রকাশ্যে ক্রস ফায়ারে নিহত শহীদ গোলাম হোসেনের ছোট ভাই আলহাজ্ব আবু ছালেহ।
সাংসদ নজরুল ইসলাম চৌধুরীর সাথে সাক্ষাৎ শেষে চেয়ারম্যান আবু ছালেহ চট্টগ্রাম সংবাদকে বলেন,সমগ্র বাংলাদেশের যত সংখ্যক সাংসদ রয়েছে তাদের মধ্যে অন্যতম বীর পুরুষ এবং সৎ ও সজ্জন ব্যক্তিত্ব হলেন চট্টগ্রাম ১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং তার হাতে ধরেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠিত হবে বলে আমি মনে করি।