মাস্ক পরাতে ব্যবসায়ীদেরও দ্বারে দ্বারে যাচ্ছেন সাতকানিয়া থানা পুলিশ  

 

সাতকানিয়া প্রতিনিধি (চট্টগ্রাম) 

চট্টগ্রাম (দক্ষিণ) পুলিশ সুপার মোহাম্মদ কবির করোনা সংক্রমণ প্রতিরোধে দোকানপাট এবং শপিংমলসহ সব ধরনের কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

বুধবার (২৮ এপ্রিল) দুপুর ১টায় দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র সাতকানিয়ার কেরানীহাটের ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

করোনা ভাইরাস বিস্তাররোধে করণীয় বিষয়ে এ মতবিনিময় সভা কেরানীহাট নিউমার্কেট ব্যবসায়ী সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ কবির।

পুলিশ কর্মকর্তারা বলেন, করোনা ভাইরাস নতুনভাবে ভয়াবহ রুপ ধারণ করেছে। সবাইকে সতর্ক থাকতে হবে। নিয়মিত মাস্ক পরিধান করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা কতদিন থাকবে আমরা জানি না তবে ব্যবসা করতে হবে। জীবিকা নির্বাহ করতে হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করতে হবে।

এসময় বক্তারা ব্যবসায়ীদের তাপমাত্রা মাপার মেশিন এবং হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে বলেন। যাতে কেউ জ্বর নিয়ে মার্কেটে প্রবেশ করতে না পারে সেটা খেয়াল রাখতে বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতি সভাপতি ফেরদৌস, নিউমার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি সভাপতি শহর মুল্লুক রাশেদ ও সহ-সভাপতি নেজাম উদ্দিন, ট্রাফিক সার্জেন্ট রবিউল ইসলাম, সাতকানিয়া থানার এএসআই জিহাদ আলী, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম ইমন সহ কেরানীহাটের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.