দীঘিনালায় জীপগাড়ি খাদে পরে নিহত ১, আহত ৩

দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে জীপগাড়ি খাদে পরে ১ জন নিহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার(২৮ এপ্রিল) সন্ধায় উপজেলার ছোট মেরুং হতে তামাক বোঝাই একটি জীপগাড়ি (চান্দের গাড়ি) চংড়াছড়ি যাওয়ার পথে রাবার ফ্যাক্টরি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় আহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসেন একজনকেকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহতদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত বেলায়েত হোসেন(৩৫) উপজেলার চংড়াছড়ি এলাকার মৃত মোজাহার হাওলাদার এর ছেলে। দূর্ঘটনায় আহতরা হলেন একই এলাকার কাজী সামছুল’র পুত্র ইব্রাহিম(২৬), ইউনুছ মিয়ার পুত্র নবী হোসেন(২৫) মৃত মুসলিম উদ্দিন’র পুত্র আব্দুল হালিম(৪৫)।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উওম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.