বরুড়ায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

বরুড়ায় গত বুধবার রাতে উপজেলার ডেউয়াতলী গ্রাম থেকে ২০ কেজি গাঁজাসহ মো: বোরহান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরুড়া থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী ওই গ্রামের মো: শাহজাহান মিয়ার ছেলে। পুলিশসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার এস. আই. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ডেউয়াতলী গ্রামের গাজী বাড়িতে রাত ১০.৩০মিনিটের সময় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ মো: বোরহান কে নিজ বসতঘর থেকে আটক করে। পুলিশ এসময় ঘরে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় বরুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু হয়। এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, মাদকমুক্ত বরুড়া উপজেলা গঠনকল্পে বরুড়া থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.