পটিয়া বাইপাসে সড়ক দূঘর্টনায় ত্রি-মূখি সংঘর্ষ

নিহত-১, আহত-৬

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পটিয়া বাইপাস এলাকায় কাভার ভ্যান ট্রাক বাস ত্রি-মুখি সংঘর্ষে একজন নিহত ও ৬ জন আহত হয়েছে।
গতকাল ৪ মার্চ (সোমবার) রাত দেড়টায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ দক্ষিণ ঘাটা করল রাস্তার মোড়ে বাইপাস সড়কে এ দূঘর্টনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, চট্টগ্রাম হতে কক্সবাজার গামী মালবাহী ৭ টনী ট্রাক যাহার রেজি:নং-সিলেট-১১-০৫৮৯ বাইপাস সড়কের করল স্থানে পৌছামাত্রই সামনের চাকা বাস্ট হয়। অপরদিকে বিপরীত দিক থেকে কক্সবাজার হইতে আসা ৪০/৪৫ জন পিকনিকের যাত্রী বুঝায় রাজদীপ বাস রেজি: নং-ঢাকা মেট্রো:-ব-১৫-১৭৯৭ মুখোমুখি সংঘর্ষে রাস্তার পশ্চিম পাশে পরে যায়। বাসের পিছনে থাকা ৫ টনী নিউ হক ট্রান্সপোর্ট এজেন্সি কাভার ভ্যান যাহার রেজি নং- ঢাকা মেট্রো: -ড-১৪-৫২৬২ বাসের পিছনে আঘাত করে রাস্তার পশ্চিম পাশে আড়াআড়ি হয়ে যায়। এ দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেলপার এবং বাসের ৭ জন রক্তাক্ত গুরুতর আহত হয়। তাদের মধ্যে ইসলাম নামের এক যুবক পটিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যায়, অপর গুরুতর আহত জনিকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরন করা হয়। ৪ জন পটিয়া শেভরন এবং ২ জন পটিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক জানান, এ ঘটনায়.
ভাই ওসমান মিয়া বাদী হয়ে হাইওয়ে পুলিশের মাধ্যমে পটিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে । দূঘর্টনা কবলিত গাড়ি গুলো আটক রয়েছে বলে তিনি জানান।

 

মন্তব্য করুন

Your email address will not be published.