প্রাচীন বিদ্যাপীঠ দেওদীঘি কে এম উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের  সভাপতি আবু ছালেহ 

সাতকানিয়ার দেওদীঘি

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাচীন এতিহ্যবাহী এওচিয়ার দেওদীঘি কে এম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠিত হয়েছে।

৯ই এপ্রিল (মঙ্গলবার)চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলি সাক্ষরিত স্মারক নং চসিবো/বিদ্যা/চট্ট দ:/(সাত)/১২৯৫/৯৬(অংশ- ১)/১৭(৩) মূলে আগামী ৬মাসের জন্য চেয়ারম্যান আবু ছালেহকে সভাপতি করে স্কুল প্রধান শিক্ষককে সদস্য সচিব এবং মকসুদুর রহমানকে অভিভাবক সদস্য করে তিনজন বিশিষ্ট আগামী ৬মাসের জন্য এডহক কমিটি গঠিত করা হয়।

 

এদিকে এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর এওচিয়ার চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ্ব আবু ছালেহ বলেন,স্কুলের মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের জন্য যা যা করার করব ইনশাআল্লাহ।

স্কুলের আগের যে একটা গৌরবান্বিত ইতিহাস ছিলো তা ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

Your email address will not be published.