সাতকানিয়ার এক মাফিয়ার তামার বোতল বানিয়ে কোটি টাকার স্বপ্ন মিশিয়ে দিলো পুলিশ প্রশাসন

সাতকানিয়া প্রতিনিধি 

চট্টগ্রামের সাতকানিয়ায় আজ (২৯ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেরানীহাট সংলগ্ন রয়েল রিসোর্ট এর সামনে থেকে গোপন সংবাদ পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম তামার তৈরী একটি বোতল, একটি ডিজিটাল লকার ও নগদ ৫ লক্ষ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করে।

সাতকানিয়া থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হল পটিয়া উপজেলার জিরি এলাকার খোরশেদ আলম, আনোয়ারা উপজেলার ডুমুরিয়া এলাকার মো. রফিক আহমদ ও সাতকানিয়া রামপুর এলাকার মো. নুরুল আমিন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আসমাীরা একটি প্রতারক চক্র তারা বিভিন্নজনকে প্রলুব্ধ করে মহামূল্যবান ধাতব জিনিস বলে তামার বোতলটি ক্রয়েরর উদ্দ্যেশে এসেছিল।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আগামীকাল চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.