নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দেওয়ালে বেসরকারি হাসপাতালের ম্যানেজার ও এম্বুলেন্স ড্রাইভারদের নাম্বার ও নামের তালিকা লাগানো রয়েছে। যারা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ডাক্তারের পরামর্শে রোগী রেফার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবেন তারা শুধুমাত্র নিম্নে সংযুক্ত তালিকার এম্বুলেন্সের ম্যানেজার ও ড্রাইভারের সাথে যোগাযোগ করবেন।
অ্যাম্বুলেন্সের ড্রাইভার কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো ব্যাক্তি নিয়মবহির্ভূত অতিরিক্ত অর্থ আদায় করলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. কে. এম. আব্দুল্লাহ-আল-মামুন বরাবর অভিযোগ করবেন। তালিকার বাইরে কোনো এম্বুলেন্সে রোগী বহন করে হয়রানির স্বীকার হলে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
উল্লেখ্য :চট্টগ্রাম সংবাদ এ্যাম্বুলেন্সের ড্রাইভার সংকট ও বিলের উপর অযাচিত অনিয়মের বিরুদ্ধে চলতি মাসের ৭ই মে একটি ভিডিও নিউজ প্রকাশ করে, তখন থেকেই সর্বমহলে বিষয়টি আলোচনায় আসে।