চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক মামলার কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে নগরের আকবরশাহ্ থানা পুলিশ।
বুধবার (১৫ মে) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- মো. ইউসুফ প্রকাশ কালু (২৪), অন্তু (২২), মোহাম্মদ তৈয়ব (২৫), গাজ্জালা খাঁন (৫৭) ও তার ছেলে আরমান খাঁন (৪০) এবং মেয়ে কে কে শাহ খাঁন (৩২) ।
আকবরশাহ্ থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এসআই) এইচ এম এরশাদ উল্লাহ বলেন, বুধবার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয় বিভিন্ন মামলায় মা-ছেলেসহ পলাতক আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তার মধ্যে মো. ইউসুফ মাদক মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। গ্রেপ্তার বাকি ৫ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।