কক্সবাজারের উখিয়ায় ভেনামী চিংড়ির নিবিড়/অতি-নিবিড় চাষ প্রকল্প প্রদর্শনী, সেমিনার ও সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ মে) কক্সবাজার নগরীর সাগরিকা রোডের সী মার্ক এর হেড অফিস কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সী মার্ক গ্রুপ এর কর্ণধার ইকবাল আহম্মেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মান নিয়ন্ত্রণ দপ্তরের উপ-পরিচালক ফারহানা লাবলী ও উক্ত দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জনাব শ্রীবাস চন্দ্র চন্দ, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্ট এসোসিয়েসনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আশরাফ হোসাইন মাসুদ ও ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহান চৌধুরী।
সভায় বক্তারা বলেন কক্সবাজারের উখিয়ায় সীমার্ক এর আধুনিক পদ্ধতিতে ভেনামী চিংড়ি নিবিড়/অতি-নিবিড় প্রকল্প প্রদর্শনী সত্যি প্রমংসার দাবিদার। বক্তারা আগ্রহী উদ্যোক্তাদের এগিয়ে এসে এই ধরনের আরও প্রকল্প গড়ে তুলে দেশের রপ্তানীতে ভুমিকা রাখার আহ্বান জানান।
সভায় বক্তারা আরও বলেন, চিংড়ি চাষের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত ঘেরগুলি যদি গুচ্চ আকারে প্রকৃত ভেনামী চিংড়ি চাষীদের বরাদ্দ দেওয়া হয় তবে এই খাতে এক যুগান্তকারী সম্ভাবনার সূচনা হবে।