সংসদের ওয়েবসাইট থেকে এমপি আজীমের নাম বাদ

  • নিজস্ব প্রতিবেদক 

পশ্চিমবঙ্গের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের নাম ও তথ্য জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে বাদ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ মে) বেলা সাড়ে ১২টায় ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, ঝিনাইদহে চারটি সংসদীয় আসন থাকলেও সেখানে তিনটি আসনের (ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২ ও ঝিনাইদহ-৩) তথ্য রয়েছে। নেই ঝিনাইদহ-৪ আসন এবং ওই আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের নাম।

তথ্য অনুযায়ী গত ১৩ মে খুন করা হয় আজীমকে। গত ২২ মে হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ হলেও এখন পর্যন্ত তার মরদেহের কোনো হদিস পাওয়া যায়নি। হত্যার পর দেহ খণ্ড খণ্ড করে কেটে গুম করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দারা।

ইতোমধ্যে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ একটি দল ভারতে অবস্থান করছেন। তারা সেখানে বিস্তারিত তথ্য জানতে চেষ্টা করবেন।

তাছাড়া কলকাতা পুলিশও মরদেহ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হত্যাকাণ্ডের খবর প্রকাশের দিনই (২২ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রকাশ করেছেন।

এদিকে আনোয়ারুল আজীম আনারের সংসদীয় আসন শূন্য ঘোষণা নিয়েও জটিলতা রয়েছে। কারণ, তার মৃত্যুর সংবাদ আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ সচিবালয়কে এখনও জানানো হয়নি।

শুধু গণমাধ্যমের খবরের ওপর ভিত্তি করে কোনো আসন শূন্য ঘোষণা করার সুযোগ নেই বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সংসদের আইন শাখার কর্মকর্তারা

মন্তব্য করুন

Your email address will not be published.